sBusiness
অফিসে সবসময় মাস্ক পড়া কেন জরুরী
Updated: Nov 27, 2021

করোনা মহামারীতে সবাইকেই স্বাস্থ্য সচেতনতা মেনে চলাটা খুব বেশি জরুরি। মহামারী থেকে নিজেকে, নিজের পরিবারকে এবং যাদের সংস্পর্শে আমরা আসি তাদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য বিধি মেনে চলার কোন বিকল্প নেই। ইতিমধ্যে দেশের বিভিন্ন অফিস/ব্যবসা প্রতিষ্ঠানে কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। কর্মস্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ প্রশাসন বিশেষ সতর্কতা জারি করেছে। মাস্ক ছাড়া সরকারি এবং বেসরকারি অফিসে প্রবেশে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাই অফিসে এই মহামারীর সময়ে মাস্ক পরে প্রবেশের কোন বিকল্প নেই।
সাধারনত মেডিকেল মাস্ক যেটাকে আমরা সার্জিকেল মাস্ক হিসেবে চিনি ৩০-৫০% জীবাণু ও অন্যান্য ভাইরাস থেকে সুরক্ষা প্রদান করে। অপরদিকে N95 মাস্ক ৯৫% পর্যন্ত ভাইরাস থেকে নিরপত্তা প্রদান করতে সক্ষম। অফিসে নূন্যতম সার্জিকেল মাস্ক পরে আসা উচিত।
ম্যানেজমেন্টের যা করা উচিত
ম্যানেজমেন্টের উচিত মাস্ক পরে নিজেদেরকে সুরক্ষিত রাখা এবং কাস্টোমারদের মাস্ক পরে সার্ভিস নেয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া। ম্যানেজমেন্টের আরও করনীয় হলো কর্মীদেরকে নির্দেশ দিয়ে রাখা যাতে কাস্টোমাররা মাস্ক পড়তে না চাইলে তাদের সাথে দুর্ব্যবহার না করা হয়।
কর্মীদের যা করা উচিত
কর্মীদের করোনা থেকে রক্ষার জন্য সবরকম সুরক্ষা প্রটোকল মেনে চলতে হবে, মাস্ক পরলে যা অনেকাংশে সহজ হয়ে যায়।
সর্বোপরি চিকিৎসা আসার আগ পর্যন্ত মহামারী থেকে সবাইকে সুরক্ষিত রাখতে অফিসে মাস্ক পরে আসা সবার জন্য বেশ জরুরি যার কোন বিকল্প নেই।
এছাড়া, অফিস সর্বদা ক্লিন ও ডিসইনফেক্টেড রাখা উচিত।
অফিস ক্লিনিং ও ডিসইনফেক্টিং সার্ভিস নিতে ডায়াল করুন +8801833309555 অথবা ভিজিট করুন sBusiness.xyz/cleaning
#Sanitizing #Disinfecting #CleaningService #COVID19 #Cleaning